নারীর প্রতি সহিংসতা ও কমন সেন্স

আইনের ধারা ইত্যাদি ব্যাখ্যা করে বহুবার বলেছি, লাভ হয়নি, তাই বাধ্য হচ্ছি এরকম একটা ছবি ব্যবহার করতে| জেনে রাখুন,আমার বাবা মা বোন সহ পুরো পরিবার আমার ফেসবুকে আছে, তা সত্বেও এই ছবিটি দিচ্ছি, তাতেও যদি কুম্ভকর্ণদের ঘুম ভাংগে|

টিএসসিতে শ্লীলতাহানীর ঘটনায় হতবাক হয়ে দেখেছি, এখনো কিভাবে এই ঘটনার জন্যেও মেয়েটাকেই দায়ী করা হচ্ছে| এই ঘটনায় পুলিশের ব্যর্থতা, প্রভাবশালীদের জড়িত থাকা ইত্যাদি নিয়ে আমার মতামত আপনাদের মতই, আমিও এর প্রতিবাদ করি, নিন্দা জানাই|

এবার একটা বেসিক জিনিস চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেই, কেমন?

এক ব্যক্তি ছবিটিতে কমেন্ট করেছিল, হাংগরের সামনে মাংসের টুকরো ঝুলালে সে তো তেড়ে আসবেই!

উত্তরটা ছিল এরকমঃ

“We (men) are not fucking sharks!

We are not rabid animals living off of pure instinct.

We are capable of rational thinking and understanding.

Just because someone is cooking food doesn’t mean you’re entitled to eat it.

Just because a banker is counting money doesn’t mean you’re being given free money.

Just because a person is naked doesn’t mean you’re entitled to fuck them.

You are not entitled to someone else’s body just because it’s exposed.

What is so fucking difficult about this concept?”

যে ছবিটা দেখছেন, ঠিক এইভাবে কোন মেয়ে ঢাকার রাস্তায় ঘুরে বেড়ালেও তার চুলস্পর্শ করার নৈতিক বা আইনী অধিকার আপনি রাখেন না| হ্যা, এরকম কিছু দেখলে “পাবলিক নুইসেন্সের” দায়ে ওই মেয়েটাকে হয়ত আইনের আওতায় নেয়া হবে| কিন্তু যে মুহূর্তে আপনি মেয়েটির গায়ে হাত দিলেন বা কটূক্তি করলেন, আইনত আপনি শাস্তি পাবার যোগ্য হয়ে গেলেন| “কলা ছিলা থাকলে মাছি তো বসবেই” টাইপ যুক্তি এখানে খাটবেনা, কোর্টকে এই কথা বলে পার পাবেন না|

Even if a girl roams around naked, still she is NOT asking for it.

ধন্যবাদ

প্রথম প্রকাশিতঃ ১৬ই এপ্রিল, ২০১৫

Comments

comments