বাংলা-সাহিত্যঃ প্রিয় চল্লিশ (প্রথম পর্ব)

বাংলা-সাহিত্যঃ প্রিয় চল্লিশ (প্রথম পর্ব)

অনেকেই আছেন সিরিয়াসলি বই পড়া শুরু করতে চান। হয়ত হালকা বই পড়েছেন, এবার সিরিয়াসলি পড়তে চান। বই পড়াটা কত গুরুত্বপূর্ণ এটা পুরোপুরি বোঝানোর ক্ষমতা আমার মত ক্ষুদ্র মানুষের নেই। ইংরেজি বই সবাই পড়তে পারেন না, কারণ এটা আমাদের মাতৃভাষা না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, অনেক অনুন্নত দেশেও দারুণ অনুবাদের বাজার আছে- অসামান্য বিগুল দারুণ অনুবাদের মাধ্যমে মানুষের হাতে পৌঁছে যায়। সেটি আমাদের দেশে হতে আরও সময় লাগবে, কিন্তু তার আগে মাতৃভাষার অমূল্য রতন কিছু তুলে ধরি আপনাদের সামনে। একান্তই ব্যক্তিগত পছন্দ, তাই সীমাবদ্ধতা থাকবেই।

বাংলা সাহিত্য বিশ্বের শ্রেষ্ঠতম সাহিত্যগুলোর একটি। আমাদের মায়ের ভাষায় যে অসাধারণ সব বই আছে, তার অতি ক্ষুদ্র একটা অংশ এখানে লিস্ট করা হল। একজন লেখকের একটা বই/গল্প নিচ্ছি। বহু জায়ান্ট বাদ পড়েছে, এটা আমার সীমাবদ্ধতা।

বিশ্বকবি এবং রূপসী বাংলার কবির মত শ্রেষ্টতম লেখকদের নাম যেমন এসেছে, তেমন এই লিস্টে এসেছে একেবারেই নবীন কিছু লেখকের নাম যাঁদের লেখা আমি পড়ে মনে করেছি- এই লেখার মান আমার তালিকায় আসার যোগ্য। আপনারা অতি অবশ্যই দ্বিমত করতে পারেন কারণ নিজেকে সাহিত্যবোদ্ধা বলার মত যোগ্যতা আমার এখনও হয়নি, আমি সামান্য পাঠক মাত্র।

আরেকটা কথা, এই যে পনের থেকে পঞ্চাশ যাই হোক না কেন বয়েস- বই পড়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য আপনাকে বুকে জড়িয়ে ধরা অভিনন্দন জানাচ্ছি এই লেখার মাধ্যমে। শুরুতে হয়ত অসুবিধা হবে একটু, কিন্তু থামবেন না। দিনে পাঁচ পৃষ্ঠা করে হলে পড়ুন, প্রতিদিন পড়ুন- যখন ইচ্ছা হয়, যতটুকু পারেন।

১) প্রথম আলো- সুনীল গঙ্গোপাধ্যায়

২) দুরবীন- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

৩) গর্ভধারিনী- সমরেশ মজুমদার

৪ ) পদ্মা নদীর মাঝি- মানিক বন্দ্যেপাধ্যায়

৫) কবি- তারাশঙ্কর মুখোপাধ্যায়

৬) শবনম- সৈয়দ মুজতবা আলী

৭) হাজার বছর ধরে- জহীর রায়হান

৮) প্রদোষে প্রাকৃতজন- শওকত আলী

৯) শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর

১০) শ্রীকান্ত- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

১১) আরণ্যক- বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায়

১২) পাঞ্চজন্য- গজেন্দ্রকুমার মিত্র

১৩) রাইফেল রোটি আওরত- আনোয়ার পাশা

১৪) সংশপ্তক- শহীদুল্লা কায়সার

১৫) কবর- মুনির চৌধুরী

১৬) আমার বন্ধু রাশেদ- মুহম্মদ জাফর ইকবাল

১৭) হোটেল গ্রেভার ইন- হুমায়ূন আহমেদ

১৮) অরণ্যের অধিকার- মহাশ্বেতা দেবী

১৯) মেঘনাদবধ কাব্য- মাইকেল মধুসূদন দত্ত

২০) অন্ধকারের একশ বছর- আনিসুল হক

২১) সঞ্চিতা – কাজী নজরুল ইসলাম

২২) চিলেকোঠার সেপাই- আখতারুজ্জামান ইলিয়াস

২৩) সব কিছু ভেঙে পড়ে- হুমায়ূন আজাদ

২৪) লালসালু- সৈয়দ ওয়ালীউল্লাহ

২৫) বনলতা সেন- জীবনানন্দ দাশ

২৬) সুলতানার স্বপ্ন- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন

২৭) বন্দী শিবির থেকে- শামসুর রাহমান

২৮) তিতাস একটি নদীর নাম- অদ্বৈত মল্লবর্মণ

২৯) নূরলদীনের সারাজীবন- সৈয়দ শামসুল হক

৩০) দি লস্ট কমরেড- মাসউদুল হক

৩১) আমাদের শহরে বাঘ এসেছিল- রাজীব হাসান

৩২) আগুনপাখি- হাসান আজিজুল হক

৩৩) নুলিয়াছড়ির সোনার পাহাড়- শাহরিয়ার কবির

৩৪) লোটাকম্বল- সঞ্জীব চট্টোপাধ্যায়

৩৫) যদ্যপি আমার গুরু- আহমদ ছফা

৩৬) অভাজনের মহাভারত- মাহবুব লীলেন

৩৭) সাক্ষী ছিল শিরস্ত্রাণ- সুহান রিজওয়ান

৩৮) কপালকুন্ডলা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৩৯) ছেলেদের মহাভারত- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৪০) যে গল্পের শেষ নেই- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

এই চল্লিশটা দিয়ে শুরু হল, পরের পর্বে আসবে আরও চল্লিশটা।

বইপড়া জারি থাকুক!

Comments

comments