(এইচ এস সি বা এস এস সি পরীক্ষায় খারাপ রেজাল্ট করার পর মনে হয় গোটা বিশ্ব মাথার উপর ভেঙে পড়ছে।চেনা মুখগুলো অচেনা হয়ে যায়, আশেপাশের আত্মীয় স্বজনদের টিটকিরিতে মনে হয় মাটির নীচে প্রবেশ করি। এই অসুস্থ চর্চার ফলে আত্মহত্যাও করে বসে কেউ কেউ। অথচ জীবন অনেক বড়, সামান্য এসএসসি বা এইচএসসির রেজাল্ট খারাপ করলেই জীবন শেষ হয়ে যায়না। এখানে গোটাবিশেক মানুষ আছেন যারা হার্ভার্ড এমআইটিতে পড়েছেন, ভাল চাকুরি করেন, নিজস্ব ব্যবসা দাঁড় করিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ান, নিজ নিজ ক্ষেত্রে সফল।
 এদের বেশিরভাগেরই রেজাল্ট এসএসসি বা এইচএসসিতে ভালো ছিলনা(সবাই নন), কিন্তু সেটা তাদেরকে ঠেকাতে পারেনি।
নীচে এই পরোপকারী মানুষগুলোর ইমেইল এড্রেস এবং সংক্ষিপ্ত পরিচিতি দেয়া হল। তোমাদের যদি বেশি মন খারাপ হয় এদেরকে নিজের সমস্যার কথা জানিয়ে পরামর্শ চেয়ে ইমেইল করতে পারো। উত্তর আসবেই! )
এইচ এস সি পরীক্ষার্থীরা, মন বেশি খারাপ হলে মেইল করো আমাদেরকে। কথা দিচ্ছি, প্রতিটা মেইলের উত্তর দিব। কাল শুক্রবার। আমাদের সময় আমাদের কেউ হেল্প করেনাই, বরং যেভাবে পেরেছে কষ্ট দিয়েছে, অপমান করেছে।নিতান্ত জঘন্য অবস্থা থেকে আমরা নিজেদেরকে টেনে তুলেছি। তখন প্রতিজ্ঞা করেছিলাম জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারলে তোমাদের হেল্প করব।
ktosman@gmail.com (খান ওসমান,গবেষক, MIT)
ragibhasan@gmail.com ( প্রফেসর, ইউনিভার্সিটি অফ আলাবামা এট বার্মিংহাম, স্বপ্নদ্রষ্টা)
mibshahid@gmail.com পিএইচডি মনাশ বিশ্ববিদ্যালয়
begum.samsunnahar@gmail.com
 Spread love and compassion. •Raise a wonderul human.
 •Run a technology firm in NY.Education: CUNY, Stockholm University
BSc. in EEE from CUET, Bangladesh
 MSc. in Electrical Engineering from University of Malaya, Malaysia
 Current status: PhD student, Electrical Engineering (Renewable Energy), University of Sydney, Australia
 Email: sushan_hbk@yahoo.com/ susan.reza@sydney.edu.au
xishan.niaz@gmail.com লেখক, বিসিএস (পুলিশ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। এইচএসসিতে ৪.৩০ পেয়ে আমার জীবন থমকে যায়নি। বিশ্ববিদ্যালয়ে সিজিপিএর তলানিতে থেকেও না। তাহলে তুমি কেন থেমে যাবে?
Mahbub Farid – a person who constantly seeks the background behind the drops of tears behind every smiling face, and uses that knowledge to strive to bring genuine smiles to the people shedding tears of grief due to academic failure. email: mfarid.ulab2@gmail.com
ahsan.mi@gmail.com
 Ahsanuzzaman
 Postdoctoral Researcher
 University of Delaware
 Assistant Professor (on leave)
 North South University
 Undergrad and masters: DU
 PhD: Virginia Tech
walid.quashem@gmail.com
 Walid is a cereer diplomat who stood first in BCS exam
aminhossain300@yahoo.com
 Drug Metabolism Scientist at Sanofi Genzyme
 Graduated from Tufts University
farha.trinaa@gmail.com
 Educator : Scholastica and Australian International School Dhaka
 Facilitator : world Savvy
 Enterprenour
priyo19@gmail.com
 I did my PhD in Economics from University of Toronto and currently, I am an assistant professor of Economics at NSU.
Sonam Akter
 sonam.bchem.cu@gmail.com
 Assistant Peofessor, CU
 Doing PhD on Neuroscience in RIKEN Center for Brain Centre
ehsan.nitol@gmail.com
 Market Specialist, Facebook Ireland
info@NaveedMahbub.com
 BSEE, BUET
 MSEE, Univ of Michigan, Ann Arbor
 MBA dropout Univ of California, Berkeley
 Former CEO, IBM Bangladesh
 Former CEO, Nokia Networks Bangladesh
 Now comedian (Comedy Central)
Md Mehbuboor Rahman
 Assistant Engineer
 Public Works Department
 BSc in Civil Engineering, BUET
 CEA,Association of Energy Engineers,USA
 mehbub05@gmail.com
mahatab.chem@yahoo.com PhD in Chemistry from Japan
 Will be happy to guide someone already decided ‘Feltus’ by our society.
mnurunnabi@gmail.com ( ২০০২ সালে এইচএসছি তে ২য় বিভাগ পেয়েছিলাম) তোর চেয়ে আমার পরিস্থিতি অনেকাংশেই খারাপ ছিল সেই রেজাল্টের দিন থেকে! এখন মনে হয় সেদিন ২য় বিভাগ পেয়েছিলাম বলেই আজ Harvard পর্যন্ত আস্তে পেরেছি!)
rahmansalmab261@gmail.com ( সালমা বেগম, প্রফেসর, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। আমার সরাসরি শিক্ষক।
jes_chy@yahoo.com This is the email of someone who failed her ssc exam, tried to commit suicide but failed. Was married off but started studying after her children were born. She stood first in the whole of Bangladesh in her English literature preliminary exam. Later became a Cambridge passed English teacher. One failure shouldn’t stop anyone. I’ll be happy to talk to those who need help.
skshimon@outlook.com
 Core Faculty, ECE, NSU.
 MS, Colorado State;
 B.Sc, CSE, BUET
mayeesha009@yahoo.com
 PhD fellow in Japan right now, and all I’ve ever been until now is a student. And I’m a good listener and secret keeper, so I’ve been told by many people
শাওলিন
 এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।সেদিন বুঝতে পারিনি, আজকের এই দিন, এই পদবী, এই অর্জন, এই সম্মান আমার অপেক্ষায় ছিল….
 adv.shawlin@gmail.com
asifaqcey@gmail.com – I was an auditor for Ernst and Young Bangladesh.(one of the best 4 accounting firms of the world).Now I am an Assistant Manager of an Accounting BPO firm and still looking for better career opportunities.
haldertuli@yahoo.com – Ex lecturer Sahabuddin Medical College Dhaka, BIRDEM medical college Faridpur, Central Medical College Cumilla.
 And most of all a sufferer of my time ।
mash1874@gmail.com (তোমাদের পুলিশ আঙ্কেল)
amizan.law@du.ac.bd (অর্পিতা আপু, লেকচারার, ঢাবি আইন বিভাগ, হার্ভার্ড ল স্কুল গ্রাজুয়েট)
riyadhkaiser99@yahoo.com. Riyadh Kaiser is a Self-help Educator and a NLP Practitioner; helps youths change their thoughts for happiness & success.
tanzinamotahar@ymail.com ( ডাক্তার তানজিনা, বর্তমানে পিএইচডি করছে ইংল্যান্ডে)
symonyeal@gmail.com (Washington and Lee University, University of Edinburgh)
jebtik@gmail.com ( আরিফ জেবতিক, ব্লগার ও মানবাধিকারকর্মী)
mehedi.coastline@gmail.com (হাসান মেহেদী, প্রধান নির্বাহী, ক্লিন।)
tashrifm@gmail.com (তাশরীফ মাহমুদ, এরোনটিকাল ইঞ্জিনিয়ার)
tamannam.ml@gmail.com( তামান্না মোতাহার, লেকচারার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়)
#নোটঃ ইমেইল এড্রেস শেয়ার করার সময় কল্পনাও করিনাই এত বড় মাপের মানুষজন স্বেচ্ছায় এখানে যোগ দেবেন। এখানে আমার সরাসরি শিক্ষক আছেন, যারা হাতে ধরে আমাকে শিখিয়েছেন এরকম মানুষ আছেন।এই মানুষদের সাথে একই কাতারে আমার ইমেইল এড্রেস রাখাটা তাঁদের প্রতি অসম্মান এবং বেয়াদবী। আমার এই বেয়াদবী অনিচ্ছাকৃত, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

