খারাপ মেয়ে

আমার কিছু খারাপ মেয়ে চাই
খুব,খুব,খুব খারাপ মেয়ে
এতই খারাপ, সমাজ যাদেরকে বিষধর সাপের চাইতেও ভয় পায়
এরা কেমন খারাপ জানেন?
পহেলা বৈশাখের ভীড়ে এদের গায়ে হাত দেয়ামাত্রই
প্রচন্ড পদাঘাতে এরা ছিন্নভিন্ন করে দেবে আপনার অন্ডকোষ।
বাসে পাশের সীটে বসে এদের দেহ স্পর্শ করবেন?
ভেবে নেবেন কিচ্ছু না বলে মেনে নেবে?
ভুল!
এই খারাপ মেয়েরা সঙ্গে সঙ্গে মাথায় গোঁজা চুলের কাঁটা খুলে নেবে
তারপর? নিজেই বুঝবেন “কাঁটা লাগা” গানের মর্ম।
অফিসের কলিগ হিসেবে এই মেয়েদের পেয়েছেন?
বিবাহিত হলেই কি, আপনি তো জানেন মেয়ে মানেই খাদ্য
বিদেশে কনফারেন্সে গিয়ে নাহয় রাতে তার রুমে একটু নক করলেনই
আরে বাবা, আপনার স্ত্রী আর তার স্বামী-কেউই তো নেই এখানে,
কি হয় একটু আমোদ ফূর্তি করলে?
একী! কাঁচের বোতলের বাড়ি খেয়ে হাসপাতাল যেতে হল দেখি!
কত বোঝালেন, মাপও চাইলেন, কিন্তু দেশে ফিরেই দেখি কমপ্লেইন করে-
সাধের চাকুরিটা বুঝি গেল এবার!
ইশ কি সুন্দরী মেয়ে, থাকেও একা- মফস্বল থেকে এসেছে
ওরে বাবা, ধরতে গেলেই দেখি তেড়ে আসে!
থাক, ধরাধরির কাজ নেই, বরং এর চরিত্রনাশ করি, দেই ছড়িয়ে গুজব-
“আমাদের অফিসের মিতু আপাকে তো দেখি রাতের বেলা হোটেলে যেতে”
নাহ, মেয়েগুলো বড্ড খারাপ, এতেও লজ্জা হয়না।
আশেপাশের টিটকিরি, মুখ টেপা হাসি- পাত্তাই দেয়না দেখি!
এই তো রহিম সাহেব সামনা সামনি বলতে গিয়েছিল কি জানি,
বাবা রে, কোনমতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছে!

এই খারাপ মেয়েগুলো কাউকে পাত্তা দেয়না-
এমনকী মা বাবাকেও না!
মা যদি বলে, “পুরুষ মানুষ, এমন একটু করবেই, চুপ থাক মা!”
বাবা যদি বলে, “তোর কারণে আমার মাথাকাটা গেল”
তাতেও এই মেয়ে রূখে দাঁড়ায়!!!
পুরো পৃথিবীর বিরূদ্ধে একা!!!

ভাল মেয়ে হতে গেলে সব মেনে নিতে হবে
ভাল মেয়েরা গলা উঁচু করতে পারবেনা
ভাল মেয়ের নিজের পছন্দ থাকতে নেই
ভাল মেয়েরা বিয়ের পরে চাকুরি করেনা
……….
……….
……….

এই মেয়ে,
ভাল মেয়ে হয়ে তো হাজার বছর কাটালি
অনেক তো হল,
এবার একটিবার তুই খারাপ মেয়ে হবি??

 

প্রথম প্রকাশিতঃ ৪ঠা এপ্রিল, ২০১৬

Comments

comments