রেইপ: ১০১

10704072_743731705662552_7841677360352599471_n

শিরোনাম দেখে চমকে উঠছেন?

আপনার মত আমারও শুরুতে বিশ্বাস হয়নি যে এটা শেয়ার করাটা আসলেই জরুরী।কিন্তু কঠোর বাস্তবতা হচ্ছে হ্যা, অনেকেই জানেন না অথবা না জানাকে অজুহাত বানিয়ে নেন (“আমি আইন জানতাম না” এটা বলে কোর্টে রেহাই পাবেন না নিশ্চিত থাকুন)। একারণেই আজ সাদা বাংলায় এই অতি সেন্সিটিভ বিষয়টি ব্যাখ্যা করছি।

আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হয়ত সবচেয়ে বেশি প্রাসংগিক ছবির ২ নম্বর পয়েন্টটি (ছবিতে ক্লিক করলে বড় আকারে দেখা যাবে), তবে বাংলাদেশ দন্ডবিধির ৩৭৫ ধারা অনুযায়ী নিচের ক্ষেত্রগুলোও রেইপ হিসেবে গন্য হবেঃ

১) কোন নারীর ইচ্ছের বিরূদ্ধে

২) তার সম্মতি ছাড়া

৩) সম্মতি যদি মৃত্যুভয় বা আঘাতের ভয় দেখিয়ে আদায় করা হয়

৪) ওই মেয়েকে ভুলিয়ে ভালিয়ে (“আমিই তোমার হারিয়ে যাওয়া স্বামী”) নিজের পরিচয় গোপন করে

৫) সম্মতি সহ বা ছাড়া যেটাই হোক না কেন, চোদ্দ বছরের কম বয়সী কোন মেয়ের ক্ষেত্রে।

৩৭৬ ধারা অনুযায়ী ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ড। এছাড়া স্বামীর ক্ষেত্রে ১৩ বছরের কম বয়েসী স্ত্রীর ইচ্ছার বিরূদ্ধে অপকর্মটি করলে দুই বছরের জেল এবং জরিমানা।

ধর্ষণের ধ এর ধারেকাছেও যাতে আপনি না যান, এজন্যে দন্ডবিধির ১০০ ধারার একটি অংশ উল্লেখ করছিঃ

আপনি যদি কাউকে রেইপ করতে যান এবং নিজেকে রক্ষা করতে গিয়ে যদি আপনার ভিকটিম আপনাকে মেরে ফেলে বা আপনার শরীরের খুব “গুরুত্বপূর্ণ কোন অংশ” পারমানেন্টলি ড্যামেজ করে দেয়, আত্মরক্ষার অধিকারবলে(Right to Private Defence) সে আইনের পূর্ণ সুরক্ষা পাবে।

“বিগ স্ট্যান” নামে একটি প্রিজন কমেডির একটি ডায়ালগ আমার খুব পছন্দ হয়েছিলঃ

Rape is NOT an act of sex, it is an act of VIOLENCE.

পুলিশ অফিসার হিসেবে রেইপ বা এর কাছাকাছি কোনকিছুর শিকার হয়েছেন বা হতে গিয়েছিলেন এরকম সবার প্রতি আমার অনুরোধ,

BREAK the goddamn culture of silence.

এই সমাজে দুর্নীতিবাজ পুলিশ আছে, দুষ্ট উকিল আছে, আর ভিকটিমকেই দোষারোপ করা তথাকথিত সমাজের “বিবেক” রা তো আছেই।

তবুও, মনে রাখবেন- রেইপের শিকার যদি হয়ে থাকেন সেক্ষেত্রে দোষ আপনার নয়, দোষ ওই নরপিশাচের। আর ইনিয়ে বিনিয়ে রেপিস্টকে সমর্থন দেয়া সমাজের বিবেকদের পাত্তা দেবেন না, They didn’t save you when you were raped.

সবশেষে, বীরপুংগব সাজতে যাওয়া পটেনশিয়াল রেপিস্টদের ছোট্ট একটু জ্ঞান দিইঃ

Real men don’t rape.They don’t need to.

ধন্যবাদ।

Comments

comments