পুলিশ সম্পর্কিত কিছু প্রচলিত ভুল ধারণা ও সে সম্পর্কিত সঠিক তথ্য

 

1) পুলিশ একটি সিভিল সার্ভিস, এর সাথে মিলিটারির সরাসরি কোন সম্পর্ক নেই| অনেকেই পুলিশকে আনসার বা কোস্ট গার্ডের মত প্যারামিলিটারি বাহিনী মনে করেন| এটা সম্পূর্ণ ভুল ধারণা| প্যারামিলিটারি বাহিনীগুলোর প্রধান হন মিলিটারি থেকে আসা অফিসারগণ, আর পুলিশের প্রধান শুধুমাত্র একজন পুলিশ অফিসার হতে পারেন| আনসারের প্রধান একজন মেজর জেনারেল, যিনি সেনা অফিসার| পুলিশের প্রধান হচ্ছেন ইন্সপেকটর জেনারেল, যিনি বিসিএস পাস একজন সিভিল সার্ভিস অফিসার|

2) RAB একটি পুলিশ ইউনিট, যার প্রধান সর্বদাই একজন পুলিশ অফিসার থাকেন| এখানে ডেপুটেশনে সেনা, নৌ , বিমান ও আনসার বাহিনী থেকে অফিসারগণ কাজ করতে আসেন নির্দিষ্ট সময়ের জন্যে| 45% পুলিশ, 45% মিলিটারি এবং 10% অন্যান্য অফিসার নিয়ে এ বাহিনী গঠিত| RAB এবং পুলিস আলাদা কোন বাহিনী নয় বরং এপিবিএন , মেট্রোপলিটন পুলিশের মত এটিও একজন পুলিশ অফিসারের অধীনে থাকা একটি ইউনিট|

3) ওসি বা অফিসার ইন চার্জ হচ্ছে একটি থানার প্রধানের পদবী, যেটাতে সাধারণত ইন্সপেক্টর পদের অফিসারগণ নিযুক্ত হন| মডেল কিছু কিছু থানায় এএসপি পদের অফিসাররাও ওসির দায়িত্ব পালন করেন|

4) পুলিশে তিন পদে নিয়োগ হয়ে থাকে: এস এস সি এর পর কন্সটেবল পদে, গ্রাজুয়েশনের পর পিএসসি এর মাধ্যমে সাব ইন্সপেক্টর পদে আর বিসিএস দিয়ে এএসপি পদে| এ এস পি হচ্ছে প্রথম শ্রেনীর পদ, এসআই সেকেন্ড ক্লাস | কন্সটেবলরা বাহিনীর প্রায় আশি ভাগ জনসংখ্যা পূরণ করে, পুলিশ বাহিনী চলে ওদের রক্ত আর ঘামে| এস আই রা করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইনভেস্টিগেশন বা তদন্ত| এএসপি থেকে আইজি, এনারা তদারকী বা সুপারভাইজিং অফিসার|

5) একজন এস আই দীর্ঘদিন কাজ করে প্রয়োজনীয় শর্ত পূরণ করে পদোন্নতি পেয়ে ধীরে ধীরে এএসপি বা আরো উপরে প্রমোশন পেতে পারেন| একজন কন্সটেবলও এটা পারেন| কন্সটেবল থেকে প্রমোশন পেয়ে এসপি এবং এস আই থেকে প্রমোশন পেয়ে ডিআইজি হয়েছেন, এমন রেকর্ড আছে| এটা অবশ্য এখন বিরল|

6) পুলিশের আইজি থেকে কন্সটেবল, সবাই একই হারে একই রেশন পান| আমি যে রেশন তুলি, আমার বডিগার্ডের দায়িত্বপ্রাপ্ত কন্সটেবল একই রেশন তোলে| আমার বস এসপি স্যারও একই রেশন তোলেন|

আপাতত: এটুকুই

Comments

comments