কিভাবে ভোকাবুলারি মনে রাখবেন?

বিসিএস সহ বাংলাদেশের বেশিরভাগ প্রতিযোগীতামূলক পরীক্ষায় তথ্য মনে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ। অমুক সাল, তমুক লেখকের নাম, এর বইয়ের নাম, তার কবিতার নাম- প্রিলিমিনারি পরীক্ষায় এই জিনিসগুলো মনে রাখাটা একটা বিরাট ভেজালের ব্যাপার। মুশকিল হচ্ছে, এগুলো মনে না রেখে উপায়ও নেই, যদি পরীক্ষায় ভালো করতে চাই তাহলে এগুলো পড়তেই হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই স্মৃতিশক্তি নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তার অন্যতম।

ক্রোভিজ ছিলেন স্মৃতিভ্রংশের উপর অনেক বড় গবেষক।তিনি একটি ছোট পরীক্ষা করেছিলেনঃ

একজন পরীক্ষার্থীকে তিনি তিনটা শব্দ মনে রাখতে বলেন, তারপর একটা সংখ্যা দিয়ে তা থেকে সাত মনে মনে বিয়োগ করতে বলেন। এভাবে একটা দুটো তিনটা শব্দ এবং সাথে সাথে অঙ্ক করতে দেবার এক পর্যায়ে দেখা গেল লেখক  শব্দ মনে রাখতে পারছেনা বা পারলেও  গুলিয়ে ফেলছে!

এই কাজটা আমি সব সময় করতাম- একটা বিষয়ে অল্প একটু সময় পড়েই সম্পূর্ণ ভিন্ন কিছু করতাম-  টিভি দেখতাম বা ফেসবুকিং করতাম। ফলে যা শিখতাম, অল্পতেই  ভুলে যেতাম।

এই কৃত্রিম স্মৃতিভ্রংশ ব্যবচ্ছেদ করে ক্রোভিজ একটা রেসিপি পেলেন যা যে কোন কিছু ভুলে যেতে সহায়তা করে।

এই রেসিপির প্রথম মশল্লা হল কোনওপ্রকার ব্যাকগ্রাউন্ড ছাড়াই তোতাপাখির মত কিছু মুখস্ত করতে যাওয়া। দ্বিতীয় মশল্লা হচ্ছে যে জিনিস মনে রাখতে হবে সেটার সাথে ভালভাবে পরিচিত না হওয়া।তৃতীয় মসল্লা হচ্ছে মাত্র একবার দেখা আর চতুর্থ মশল্লা হচ্ছে মনে রাখার জিনিস দেখার পর পরই অন্য কোনও বিষয়ে চলে যাওয়া।

ধরা যাক আপনি ভোকাবুলারি মুখস্ত করতে চান। ভুলে যাবার শিওর শট উপায়গুলো হচ্ছে-

১) লিস্ট ধরে এ টু জেড মুখস্ত করতে চেষ্টা করা

২) শব্দগুলো কি, কেন লাগবে, কিভাবে ব্যবহার হয় এইগুলো না জানা

৩) বইয়ে স্রেফ একবার দেখা, নিজে নিজে খাতায় লিখে বাক্য গঠন প্রাকটিস না করা আর

৪) ওয়ার্ড লিস্ট একবার দেখেই সাথে সাথে ফেসবুকে সেফাতুল্লার ওয়াজ দেখা শুরু করা।

ধরা যাক আপনি নীচের তিনটা শব্দ মনে রাখতে চানঃ

Artifice, Enigma, Peripheral

লিস্ট ধরে মুখস্ত করতে চাইলে বেশিদূর এগুবে না, কিছুক্ষণ পরেই ভুলে যাবেন। প্রথমে অর্থ শিখিঃ

আর্টিফাইস মানে হচ্ছে চাতুরী বা ছলনা

এনিগমা মানে হচ্ছে ধাঁধাঁ

পেরিফেরাল মানে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ বা আশপাশ দিয়ে যায় এমন ( পেরিফেরি মানে সীমান্তবর্তী বা বাইরের এলাকা যা কোনওকিছুর মধ্যে অবস্থিত না)

এই তিনটা  শব্দ আমরা ধাপে ধাপে শিখব। যে চারটা ভুলে যাবার শিওর শট ধাপ বলা হয়েছে আমরা তার উল্টোটা করব।

আসুন শুরু করা যাকঃ

প্রথমে শব্দগুলো মুখস্ত না করে ঠাণ্ডা মাথায় এর অর্থগুলো দেখে নিলাম ( উপরে বলা আছে)।
একবার মাত্র দেখেছি, খুব একটা বুঝতে পারছিনা তাইনা? আচ্ছা, এদের নিয়ে আরেকটু খেলা করি তাহলে।

বিয়ের ছলনা করে খুব বেশিদিন কোনও বুদ্ধিমান মেয়েকে ভুলিয়ে রাখা যায়না

The artifice of love does not work for long with a smart woman.

একটা গল্প বানাই, কেমন? ধরা যাক একজন দুষ্ট ব্যক্তি কোনও মেয়েকে প্রেমের কথা বলে তাকে  প্রলোভন দেখিয়ে তাকে ঠকাচ্ছে। মেয়েটা যদি বুদ্ধিমান হয়, অল্প সময়েই সে বুঝে ফেলবে যে এই লোকের সিরিয়াস কোনও প্ল্যান নেই, প্রেমটা তার কাছে ছলনা মাত্র। আর্টিফাইস হচ্ছে আর্টিফিশিয়াল বা নকল শব্দটির সাথে সম্পর্কযুক্ত। এই যে নকল দিয়ে একটা গল্প আপনি বানালেন মাথা খাঁটিয়ে, তারপর এই শব্দটার সাথে একটা পরিচিত শব্দ মেলালেন( আর্টিফিশিয়াল)- এই অতিরিক্ত সময়টুকু দেবার ফোলে শব্দটা আপনার মাথায় গেঁথে যাবে, চেষ্টা করলেও  ভুলতে পারবেন না।

দ্বিতীয় শব্দটার বাংলা অর্থ  নিয়ে একটা বাক্য বানাইঃ

প্রেম একটা ধাঁধাঁ, কিভাবে  হয় বোঝা অসম্ভব

Love is an enigma, it is impossible to understand how it happens

এটা নিয়ে মনে হয় গল্প বানানো লাগবেনা, কবি সাহিত্যিকরা হাজার হাজার গল্প বানিয়ে রেখেছেন। আপনার জীবনেও হয়ত এরকম ধাঁধাঁ এসেছে- সেটার কথা চিন্তা করে Enigma শব্দটিকে জুড়ে দিন!

তৃতীয় শব্দটার বাংলা অর্থ দিয়ে বাক্য বানাইঃ

বিসিএস পরীক্ষা চলাকালে ডেট করা হওয়া উচিৎ কম গুরুত্বপূর্ণ কাজ

During BCS exam, dating should only be a peripheral activity

মানে, বিসিএস পরীক্ষা চলা অবস্থায় পড়াশোনা না করে ডেটিং করে বেড়ালে পুরো ধরা!

এইভাবে গল্প বানিয়ে নিজে নিজে চিন্তা করে তিনটা শব্দ আপনি মোটামুটি দখলে আনলেন।আপনার কাজ কি শেষ? মোটেও না। তিনটা শব্দ দেখার সাথে সাথে যদি ফেসবুকে ঢুকে চ্যাটিং শুরু করেন, কয়েক ঘণ্টা পরেই এই শব্দগুলোর একটাও আপনার মনে থাকবেনা। ফলে যে সময় দিয়েছিলেন তার পুরোটাই নষ্ট। এই কাজটা করা যাবেনা। যা শিখবেন সেটা মাথা খাটিয়ে, অনুশীলন করে শিখতে হবে।

এই পদ্ধতি অনুসরণ করলে শুধু শব্দ কেন, যে কোনও কিছু সহজেই মনে রাখতে পারবেন, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারবেন, পরীক্ষায় হতে পারবেন অজেয় যোদ্ধা।

আপনার জন্য শুভকামনা!

Comments

comments